কালের স্বাক্ষী বহনকারী ডাকাতিয়ার তীরে গড়ে উঠা শাহরাস্তি উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল নিয়ে গড়ে উঠেছে আমাদের এই ছোট ইউনিয়ন মেহের দক্ষিন ইউনিয়ন পরিষদ। কালের পরিক্রমায় আজ মেহের দক্ষিন ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ওসমুজ্জ্বল।
ক) নাম– ১৬ নং মেহের দক্ষিন ইউনিয়নপরিষদ।
খ) আয়তন– ১০(বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ৯,১৯৫ জন(প্রায়) (পরিবার পরিকল্পনা তথ্য অনুযায়ী- ২০১২)
ঘ) গ্রামের সংখ্যা– ০৬টি।
ঙ) মৌজার সংখ্যা– ০৭টি।
চ) হাট/ বাজার সংখ্যা- ৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/ রিক্সা।
জ) শিক্ষার হার– ৭৯%।(২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৪টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চবিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- কামিল মাদ্রাসা ১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান– জনাব সফি আহমেদ মিন্টু
ঞ) গুরুত্ব র্পূণ ধর্মীয় স্থান- ৪টি।
ট) ঐতিহাসিক/ পর্যটন স্থান– নাই।
ঠ) ইউপিভ বন স্থাপন কাল– নাই
ঢ) গ্রামস মূহের নাম–
ফতেপুর মালরা দেবকরা উত্তর
ভোলদিঘী পদুয়া দেবকরা দক্ষিন
দারুনকরা
দেবকরা পশ্চিম, দেবকরা পূর্ব
ণ) ইউনিয়ন পরিষদ জনবল–
১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস